এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তারাকান্দার সামাদ হত্যার ২৪ ঘন্টায় মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে। এ ঘটনায় মুলহোতাসহ চারজনকে গ্রেফতার করে। বোনের সাথে প্রেমের সম্পর্ক মেনে নিতে না বোনের প্রেমিক সামাদকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে। মোঃ রবিন মিয়া, মোঃ রোহান মিয়া, মুস্তাফিজুর রহমান নাঈম ও শাহীনুর ইসলাম। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, তারাকান্দার দাদরা গ্রামের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপ্টি ট্যাংকিতে অজ্ঞাতনামা ১৫ বছর বয়সের একজন তরুনের লাশ পাওয়া যায়। তারাকান্দা থানা পুলিশ সেপ্টি ট্যাংক থেকে লাশ উত্তোলন করে। স্থানীয় লোকজন লাশটি শাহজাহান মিয়ার ছেলে সামাদ (১৫) এর বলে জানায়। খবর পেয়ে পেয়ে সামাদের পিতা-মাতা ও পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। তিনি একজন অটোরিক্সা চালক ছিলেন। এ ঘটনায় সামাদের পিতা মোঃ শাহজাহান মিয়া অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা নং-৪, তারিখ-০৫/০৭/২০২২ দায়ের করে।
ডিবির ওসি আরো জানান, হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে তারাকান্দা থানা পুলিশকে সহায়তায় পুলিশ সুপার মোহাঃ আহমার উজামানের নির্দেশে ডিবি পুলিশ তাৎক্ষনিক মাঠে। ডিবি পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে টানা অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে তারাকান্দা ও ফুলপুর এলাকা থেকে মুলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করে। একই সাথে ঘটনাস্থলের পাশ্ববর্তী রাস্তার পাশ থেকে নিহত সামাদের চালিত অটোরিক্সাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ডিবির ওসি বলেন, গ্রেফতারকৃত মোঃ রবিন মিয়া নিহত সামাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সুবাদে সামাদ রবিনদের বাড়ীতে বিভিন্ন সময় যাতায়াত করত। রবিন ও রোহানের ছোট বোন আকলিমা (১৩) এর সাথে সামাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সামাদ ও আকলিমার মধ্যে প্রেমের সম্পর্ক কোনোভাবেই ফেরাতে না পেরে রবিন ও রোহান অটো চালক সামাদকে হত্যার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে গত ৪ জুলাই সন্ধ্যায় সামাদের অটোরিক্সায় চড়ে রবিন, রোহান ও নাঈম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সময়ক্ষেপন করে। পূর্ব পরিকল্পনা মতে শাহীন ও পলাতক আরো ২ জন পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে অপেক্ষা করে। সামাদের অটোরিক্সায় চড়ে রাত সাড়ে আটটারদিকে রবিন, রোহান ও নাঈম স্কুলের কাছে পৌছলে ঘাতক চক্র অটোরিক্সাটি রাস্তার পাশে রেখে সামাদকে স্কুলের পিছনে ঝোঁপঝাড়ের আড়ালে নিয়ে গিয়ে প্লাষ্টিকের রশি ও জালের টুকরা গলায় পেচিয়ে এবং নাক, মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে নিহত সামাদের লাশ স্কুলের সেপ্টি ট্যাংকির মধ্যে গুম করে ঘাতক চক্র পালিয়ে যায়। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকান্ডের সাথে জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল