৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম প্রবীণ সাংবাদিক আব্দুল আউয়াল ঢালীর মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী’র শোক প্রকাশ
১০, নভেম্বর, ২০১৯, ১২:৫৪ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন.কমঃ

ভালুকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য, সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রির্পোটার মোঃ আব্দুল আউয়াল ঢালী (৬২) গত ৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রকাশক-সম্পাদক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এইচএম ফারুক মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল আউয়াল ঢালী সাহেবের স্মরণে আগামী ১৩ নভেম্বর, বুধবার, বাদ আসর ভালুকা প্রেসক্লাব মিলনায়তন শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে।