চীফ রিপোর্টারঃ- দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৭টি অভিযোগের বিষয়ে (২টি অভিযান, ৫টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিদেশ হতে পণ্য আনয়নে শুল্ক বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে জেনারেল পোস্ট অফিস, গুলিস্তান, ঢাকা এবং কাস্টম হাউস আইসিডি, কমলাপুর, ঢাকা’তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও উপসহকারী পরিচালক মোঃ কামিয়াব আফতাহি-উন-নবী’র সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম গতকাল ১৯/০৭/২০২২ খ্রি. তারিখে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযোগের ব্যাপারে জেনারেল পোস্ট অফিস, গুলিস্তান, ঢাকা’র ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কাম সিনিয়র পোস্টমাস্টার এবং কাস্টম হাউস আইসিডি, কমলাপুর, ঢাকা'র কমিশনারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে টিম কথা বলে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায় এর নেতৃত্বে ও সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, উপসহকারী পরিচালক মোঃ হৃদয় হোসেন এবং উপসহকারী পরিচালক মুহাঃ অহিদুর রহমান এর সমন্বয়ে গঠিত একটি টিম আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা আঞ্চলিক অফিস, খুলনা এর কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষকদের এম.পি.ও সুপারিশ এর ফাইল আটকিয়ে ঘুষ দাবির অভিযোগ যাচাই প্রসংগে অভিযান পরিচালনা করেছে। ঐ অধিদপ্তর থেকে প্রমাণ সহায়ক কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। কাগজপত্র সংগ্রহ পূর্বক যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৫টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল