জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। ২০ জুলাই (বুধবার) গাজীপুরের মেট্রোপলিটন এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ আল আমিন পাগলা থানার ছাপিলার মোঃ মফিজ উদ্দিনের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, ২৫ জুন ময়মনসিংহের পাগলা থানা এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ মুসলিমা খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পাগলা থানার মামলা নং ১২, তারিখ-২৫ জুন ২২খ্রি, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী -০৩) এর ১১ (ক)/৩০। পরবর্তীতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ২০ জুলাই (বুধবার) গাজীপুর মেট্রোপলিটন এলাকা হতে মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আল আমিনকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার পর্যালোচনা এবং র্যাব জানা যায়, নিহত গৃহবধূ মুসলিমা খাতুনের টাংগাবর ইউনিয়নের ছাপিলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আল আমিনের সাথে গত তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পর আল আমিন ও মুসলিমা দম্পতির ঘরে আরাফাত (২) নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। এরপরই শুরু হয় যৌতুকের জন্য দাম্পত্য কলহ। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ বিবাদ লেগেই থাকতো। গত ২৪ জুন ২০২২খ্রি. তারিখে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে ঘাতক স্বামী আল আমিন লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার স্ত্রীকে গুরুতর আহত করে নিজ ঘরেই ফেলে রাখে। অতিরিক্ত রক্তরণে নিজ ঘরেই ভিকটিমের মৃত্যু হয়। গ্রেফতারকৃতকে পাগলা হস্তান্তর করেছে র্যাব।