১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা সিআইডি প্রধান কার্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান।
২১, জুলাই, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- অদ্য (২১.০৭.২২) সিআইডি প্রধান জনাব ব্যারিস্টার মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম, এডিশনাল আইজিপি এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৩ জন অতিরিক্ত ডিআইজি কে বিদায় সংবর্ধনা প্রদান এবং সদ্য যোগদানকৃত ০৩ জন কর্মকতাকে বরণ করা হয়।

বিদায় সংবর্ধনা প্রদান কৃত অতিরিক্ত ডিআইজি গণ হলেন-০১।জনাব কানিজ ফাতেমা , ০২।জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম, ০৩।

খান মুহাম্মদ রেজোয়ান, পিপিএম ০৪।

বিজয় বসাক, বিপিএম ০৫।জনাব শামসুন্নাহার, বিপিএম ০৬। নাছিমা আক্তার,০৭।  মোঃ এনামুল কবির, ০৮। মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম,পিপিএম (বার) ০৯। মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) ১০। পংকজ চন্দ্র রায়, পিপিএম, ১১।  মাসুদ আহমেদ, বিপিএম,পিপিএম, ১২।  সৈয়দ আবু সায়েম, বিপিএম, এবং ১৩। মোহাম্মদ কামরুজ্জামান।

বরণকৃত কর্মকর্তাগণ হলেন ০১। ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ০২। অতিরিক্ত ডিআইজি  মোঃ শফিকুল ইসলাম এবং ০৩। অতিরিক্ত ডিআইজি জনাব রুমানা আক্তার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার মহোদয়গন এবং অনান্য সহকর্মীবৃন্দ।