১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ১৬০০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা রমনা বিভাগ
২৩, জুলাই, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১৬০০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ আমিরুল ইসলাম, শাহীনুর রহমান, মোঃ বিপুল মন্ডল, মোঃ ফরিদ ওরফে বদু ও মোঃ হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) রাত ১০:৫৫টায় মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস, পিপিএম ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য পাওয়া যায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মতিঝিল থানার ফকিরাপুল ইনার সার্কুলার রোডের হোটেল জহুরা (আবাসিক) এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আমিরুল, শাহীনুর, বিপুল, ফরিদ ও হুমায়ুনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৬০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।