মৃত্যুর আরেক নাম প্রেম।।
-নাজমুল ইসলাম
হাজার বৎসর বাঁচতে চাওয়া মানুষটিও
হঠাৎ কেন মরার জন্য উতলা হয়ে উঠে
পূর্ণিমার আলো থেকে মুখ ফিরিয়ে নেয়
ভালোবাসার বর্ণমালা শুনলে চিৎকার করে উঠে
তোমাকে ভালো না বাসলে জানাই হতো না
দিব্যি হাসি খুশি মানুষটিও কেন অনুভূতি শূন্য হয়ে যায়
পৃথিবীর কফিনে বেঁচে থাকে জীবন্ত লাশের মত
খুঁজে নেয় শ্মশানের মতই নীরব নির্জন আবাস
আর একাকীত্বের সাথে পাতে নূতন সংসার
তোমাকে ভালো না বাসলে জানাই হতো না
সময়ে বেঁধে দেওয়া রাত এত দীর্ঘ হতে পারে
বুকের মধ্যেও জেগে উঠে বিষাদের চর
আর এভাবেও দেওয়া যায় সুখের ঘরে তালা
স্পর্শহীন প্রেমের নিখুঁত আয়োজনে
তোমাকে ভালো না বাসলে জানাই হতো না
কাজল রাঙা দুটো চোখের চাহনিতেও
যত্ন করেও খুন করা যায় প্রেমিকের পবিত্র ভালোবাসা
রক্ত আলতায় রাঙিয়ে দেওয়া যায় হৃদয়ের প্রান্তর
আর খুব যত্ন করেও কামড়ে দেওয়া যায় প্রেমিকের হৃদয়
তোমাকে ভালো না বাসলে জানাই হতো না
কিভাবে অন্ধ বিবেকগুলো মেতে উঠে সুন্দরের পূজায়
মেতে উঠে খাস কামরায় মৃত্যুর সাথে গভীর সঙ্গমে
বিচ্ছেদের অনলে ঝলসে যায় হৃদয়ের চৌহদ্দি
তোমাকে ভালো না বাসলে জানাই হতো না
মৃত্যুর আরেক নামও যে প্রেম।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল