চীফ রিপোর্টারঃ- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে আজ ২৫ জুলাই ২০২২ তারিখে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে মত-বিনিময় সভায় জিএমপি কমিশনার মহোদয় ব্যবসায়ী নেতাদের সততা ও স্বচ্ছতার সাথে ব্যবসায়ী কর্মকান্ড পরিচালনার আহবান জানান। তিনি ব্যবসায়ী কমিউনিটিকে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনের রাস্তায় শৃঙ্খলা ও সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখার আহবান জানান এবং গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়িক নেতৃবৃন্দ চলমান অভিযানের জন্য কমিশনার মহোদয়কে সাধুবাদ জানান এবং এর সাথে সংহতি প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিন গুলোতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারসহ জিএমপি’র ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।