স্টাফ রিপোর্টারঃ মেধাবী,দক্ষ ও চৌকস অফিসার হিসাবে ইন্সপেক্টর মোঃ মাহবুবর রহমান ইতিমধ্যেই ময়মনসিংহবাসীর নজর কেড়েছেন। তিনি ইতিপূর্বে ময়মনসিংহ মহানগরীর ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ থাকাকালে তার নিয়ন্ত্রণাধীন এলাকাকে নিরাপত্ত বলয়ে ঢেকে রেখেছেন। চোর, ছিনতাইকারী, পকেটমার ও
সন্ত্রাসীদের কাছে ইন্সপেক্টর মাহবুবুর রহমান ছিলেন৷ মূর্তিমান আতংক। সুঠাম দেহের অধিকারী ও কন্ঠের জোরধ্বনি মাহবুব এর নাম শুনলে কোন সন্ত্রাসী ভয়ে আতংকে থাকতো।
এছাড়া তিনি ১নং পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করতেন।ইন্সপেক্টর মাহবুবুর রহমান হালুয়াঘাট থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২নং পুলিশ ফাঁড়ি এলাকায় চোর, ছিনতাইকারী, পকেটমার ও সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাওয়ায় এইগুলো নিয়ন্ত্রণ করতে হলে দক্ষ ও যোগ্য অফিসার প্রয়োজন ছিল বিধায় ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ইন্সপেক্টর মাহবুবুর রহমনাকে ২ নং ফাঁড়িতে ইনচার্জ হিসাবে যোগদানের নির্দেশ প্রদান করেন।
চৌকস অফিসার ইন্সপেক্টর মাহবুবুর রহমান ২নং পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসাবে যােগদানের খবরে এলাকায় স্বস্তি ফিরে আসে এই কারণে তিনি ১নং পুলিশ ফাঁড়ি এলাকায় থাকাকালে ঐ এলাকাটি নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছিলেন।
তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল