ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে
লাইসেন্স ব্যতীত মৎসখাদ্য ও পশুখাদ্য বিপণনের কারণে মোবাইল কোর্টে ২ ব্যক্তিকে ৬ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ঈশ্বরগঞ্জ বাজারে লাইসেন্স ব্যতীত মৎসখাদ্য ও পশুখাদ্য বিপণের কারণে আনিছুর রহমান এবং রফিকুল ইসলামকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর সানোয়ার রাসেল, সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান বলেন, লাইসেন্স না থাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।