চীফ রিপোর্টারঃ – রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- ফরহাদ খান ও জেসমিন আক্তার।
বুধবার (২৭ জুলাই ২০২২) ভোর ৬:১৫টায় টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, দুইজন মাদক কারবারি মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকার যাত্রী ছাউনীর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান থানার একটি টিম। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে এসআই (নিঃ) তামিম রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ ফরহাদ ও জেসমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।