চীফ রিপোর্টারঃ - বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় খাদ্যমন্ত্রী আরো বলেন, তৃণমূল হচ্ছে দলের খুঁটি। আমাদেরকে আরও সুসংগঠিত হতে হবে। রাজনীতি দিয়ে আমরা বিএনপিকে মোকাবিলা করব। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা জেলার ছয়টি আসন উপহার দিতে চাই। আর সে জন্য আমাদের কাজ করতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট ওমর ফারুক সুমন প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল