চীফ রিপোর্টারঃ - প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে আমূল পরিবর্তনের পথে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নতুন সজ্জিত অডিটোরিয়াম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জন্য একটি নতুন ২০ তলা ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বাত্মক সহায়তা আনা হবে কথা দিচ্ছি।
পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নে আমূল পরিবর্তনের পথে।
আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের জন্য দেশের বিভিন্ন আদালতে প্রধানমন্ত্রী সহযোগিতা করেছেন, এখানেও করবেন। একটি ২০তলা ভবন নির্মাণে নকশা ঠিক করতে এরইমধ্যে আর্কিটেক্টকে বলা হয়েছে। এটি বাস্তায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ও মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্য আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী ( ফাইল ছবি)
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল