চীফ রিপোর্টারঃ - সৌদি আরবে পাচার হওয়া নারীদের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গতকাল (২৯/০৭/২০২২ তারিখ)গ্রেফতার করা হয়।
নারীদেরকে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে তাঁকে সৌদি আরবে পাঠান চক্রের সদস্যরা। তাঁদেরকে বলা হয়, সৌদি আরবে যেতে তাঁকে কোনো অর্থ খরচ করতে হবে না। তবে বিষয়টি পরিবারের কাউকে জানানো যাবে না। তাদেরকে বলা হয়, সৌদি আরবে কোনো সমস্যা হলে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা হবে। চক্রটির এমন প্রলোভনে পড়ে পরিবারের কাউকে না জানিয়ে গত বছরের নভেম্বরে সৌদি আরবে যান।
সৌদি আরবে পাচার করে ওই নারীকে চার লাখ টাকায় একটি দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। তাঁকে দাম্মাম এলাকার একটি বাসায় আটকে রেখে গৃহকর্মীর কাজে বাধ্য করা হয়। সেখানে তাঁর ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় তিন মাস পরিবারের সঙ্গে যোগাযোগও করতে পারেননি তিনি।
এসব নারীকে দেশে ফিরিয়ে আনার নাম করেও পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের অর্থ। এমন প্রতারণায় জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদ হোসেন রেজা সিকদার (৪২), মো. মিজান (৩৯), আনোয়ার হোসেন (৪০), রাজু আহমেদ আরজু (৫০) ও আনোয়ার হোসেন (৩৯)।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল