৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন কাউন্সিলর কাউসার-ই-জান্নাত এর উদ্যোগে মসিক মেয়র টিটুর সংবর্ধনা ও মতবিনিময় সভা ১৩ নভেম্বর।।
১০, নভেম্বর, ২০১৯, ৫:২৭ অপরাহ্ণ -

সুমন চন্দ্র ঘোষঃ

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র সংবর্ধনা ও মতবিনিময় সভার অায়োজন করেছে ২৮,২৯ এবং ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মহানগর মহিলা অাওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক কাউসার-ই- জান্নাত।

অাগামী ১৩ নভেম্বর রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় অাকুয়া চুকাইতলাতে অনুষ্ঠিতব্য মেয়র মোঃ, ইকরামুল হক টিটুর সংবর্ধনা ও মতবিনিময় সভায় ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাউসার-ই-জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা অাওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মোঃ অামিনুল হক শামীম সিঅাইপি,জেলা যুবলীগের যুগ্ম-অাহবায়ক শাহ্ শওকত ওসমান লিটন,মহানগর যুবলীগের অাহবায়ক মোহাম্মদ শাহীনূর রহমান,মহানগর মহিলা অাওয়ামী লীগের সভাপতি শামীমা চৌধুরী, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক অাবুল হাশেম রায়হান,মহানগর মহিলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি,ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর অাকন্দ,২৯ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক,৩০ নং ওয়ার্ড কাউন্সিলর অাবুল বাশার ও অালহাজ্ব সিদ্দিকর রহমান দুলাল হাজ্বী প্রমুখ।ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মহানগর মহিলা অাওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক কাউসার – ই -জান্নাত মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সংবর্ধনা সফল ও স্বার্থক করতে অত্র এলাকার অাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তথা অত্র এলাকার নাগরিকবৃন্দের সার্বিক অংশগ্রহণ ও অান্তরিক সহযোগিতা কামনা করছেন। তথ্যপ্রতিদিন. কম