১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি।।
৩১, জুলাই, ২০২২, ৩:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- ফয়সাল ও দুলাল ফলিয়া।

শনিবার ( ৩০ জুলাই ২০২২) রাত ৮:৪০ টায় যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানার গোলাপবাগের ক্যাফে আল নোমান হোটেল এন্ড রেঁস্তোরার সামনে গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ ফয়সাল ও দুলালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।