চীফ রিপোর্টারঃ
- গাজীপুরে ১৬ মামলার আসামি ভাওয়াল কলেজের কথিত সাবেক ছাত্রনেতা রবিন সরদারকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করছে পুলিশ।
গাজীপুরে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জমিদখলসহ নানা কর্মকান্ডে বিতর্কিত কথিত সাবেক ছাত্রনেতা ১৬ মামলার আসামী রবিন সরদারকে (৩০) গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
জিএমপি সুত্রে জানা যায়
গত ৩০/০৭/২০২২ ইং শনিবার রাতে তাকে ঢাকার মগবাজার এলাকার তালতলী থেকে গ্রেফতার করা হয়। রবিন সরদারের বিরুদ্ধে জয়দেবপুর থানা, জিএমপি’র সদর ও বাসন থানায় দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, ভূমিদখলসহ বিভিন্ন অপরাধে ১৬ টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে মহানগরের পশ্চিম জয়দেবপুরে গোল্ডেন টাওয়ারের সাততলার নিজ কক্ষের বিছানার নিচ থেকে ১টি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল