১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে ঘুষ গ্রহণে ভূমি অফিস সহায়ক বরখাস্ত
২, আগস্ট, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে অফিস সহায়কে বরখাস্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বাগবের গ্রামের আবু তাহের ৫০ শতক জমি নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে গেলে জমির কাগজের বিভিন্ন জটিলতা দেখিয়ে অফিস সহায়ক অলি উল্লাহ আবু তাহেরের কাছে ১৪ হাজার টাকা উৎকোচ দাবি করেন। আবু তাহের অলি উল্লাহকে খারিজ বাবদ ৫ হাজার টাকা ও জমির কাগজপত্র প্রদান করেন। পরে নামজারী সম্পন্ন হলেও অফিস সহায়ক অলি উল্লাহ বাকী টাকা ছাড়া খারিজ দিতে অস্বীকৃতি জানালে আবু তাহের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর লিখত অভিযোগ দায়ের করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হয়। এ সম্পর্কে জানতে চাইলে, অভিযুক্ত অলি উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে অলি উল্লাহ উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিজ মুখে স্বীকার করেছে। তখন তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগকারীকে তার কাঙ্ক্ষিত সেবা বুঝিয়ে দেওয়া হয়েছে।