স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহে সদ্য বদলীকৃত পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা পিপিএম (সেবা) দায়িত্ব পাওয়ায় পাঠক নন্দিত অনলাইন পোর্টাল ” তথ্য প্রতিদিন ডট কম” এর পক্ষ জানাই সু- স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা । পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা পিপিএম ( সেবা) এর বর্তমানে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন ব্যাপক সুনামের সাথে ।
আমরা ময়মনসিংহবাসী আশা রাখি নবাগত পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞ এর দক্ষ নেতৃত্ব ও কর্মদক্ষতায় ময়মনসিংহের আইন- শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে আরও উন্নতি সহ চুরি, ছিনতাই , মাদক ব্যবসা নির্মূলে অগ্রণী ভুমিকা রাখবেন বলে তার পেশাগত সাফল্য কামনা করি।