এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। গোটা উপজেলা জুড়ে যেনো আওয়ামী পরিবারে সাজ সাজ ভাব। দীর্ঘ ৮ বছর পর সম্মেলন হওয়ায় তৃর্ণমুলের নেতাকর্মীরা পর্যন্ত জেগে উঠেছেন। কিন্তু সাধারণ নেতাকর্মীদের মধ্যে ঘুর্ণীঝড় বুলবুলের প্রভাবও যেন কিছুটা পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারনে সারা দেশের ন্যায় কানাইঘাটের জন-জীবনের স্থবিরতা নেমে এসেছে। তার পরও বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনের সকল প্রস্তুতি এগিয়ে চলছে। সিলেটের কানাইঘাটে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল সোমবার ১১ নভেম্বর। দুপুর ১২টায় কানাইঘাট পূর্ব বাজারে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে। পরে পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। বিশ্বস্ত সূত্রে জানা যায় এবারের কমিটিতে সভাপতি পদে প্রার্থী হতে চান বর্তমান আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, এডভোকেট আব্দুস সাত্তার, আ’লীগ নেতা সাবেক কাউন্সিলর ফখরুদ্দীন শামীম, শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ’লীগ নেতা নাজমুল ইসলাম হারুন। এদের মধ্যে অনেক প্রার্থীর সমর্থকরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ব্যানার-বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে লক্ষ করা গেছে। উল্লেখ্য সর্বশেষ ২০১১ সালে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে বর্তমান উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান সভাপতি ও বর্তমান কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৩ সালে লুৎফুর রহমানকে আহ্বায়ক ও অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে উপজেলা আওয়ামীলীগের ৮৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।