চীফ রিপোর্টারঃ- রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- সাইদুল হক দিপু ওরফে ময়না ও মোঃ মেরাজুল ইসলাম তন্ময়।
বৃহস্পতিবার (৪ আগস্ট ২০২২) রাত ৮:৪৫ টায় খিলগাঁও থানার জোড়পুকুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি খিলগাঁও থানার জোড়পুকুর মাঠের উত্তর পশ্চিমের ইরফান’স অটোমোটিভ কার ওয়াশ দোকানের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩০০০ পিস ইয়াবাসহ সাইদুল ও মেরাজুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।