৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার আলোচিত ত্রিপল মার্ডারের ৫ আসামী গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি।
১০, নভেম্বর, ২০১৯, ৬:২৫ অপরাহ্ণ -

নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশেরর অভিযানে একের পর এক মাদক ব্যবসায়ী, জুয়ারী, জঙ্গীবাদ, সন্ত্রাসী, অপরাধীরা ধরাশায়ী। জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ,পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার) দিকনির্দেশনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারিধারাবাহিকতায় গত ইং ৯/১১/১৯ তারিখ শনিবার ৫.৪৫ ঘটিকার সময় ঈশ্বগঞ্জ থানার এিপল মার্ডার মামলার পলাতক পাঁচজন আসামীকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ফোর্সসহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে নাজির হাট থেকে মামলার এজাহার নামীয় আসামী আনিছুর রহমান (২২) পিতা-মোঃ আঃ রাশিদ, সাং-কাঁঠালডাংরী, জুয়েল (২৫) পিতা-নূর উদ্দিন, সাং-চরশংকর, মোঃ হাবিবুর রহমান (৩৫) পিতা-মোঃ রাশিদ, মোছাঃ শরিফা (২৮) স্বামী-মোঃ হাবিবুর রহমান, উভয় সাং-কাঠালডাংরী, মোছাঃ হাওয়া বেগম (২০) স্বামী-জুয়েল মিয়া, সাং-চরশংকর, সর্ব থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর মধ্যে আসামী আনিছুর রহমান (২২) ও জুয়েল (২৫) বিজ্ঞ আদালতে মামলার ঘটনা সংক্রান্তে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ইহাছাড়া আরেক অভিযানে ৩ জুয়ারি ও মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে গ্রেফতার করে। এসময় ১১০ পিস ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআই মোঃ আব্দুল জলিল সংগী অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০৯/১১/১৯ তারিখ শনিবার কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (২৫) পিতা-মোঃ নাজিম উদ্দিন, সাং-আতুরী , থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর ও এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাকনীকোনা এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ মোশারফ হোসেন (৪০) পিতা মৃত-শরাফ উদ্দিন, সাং-গজহরপুর, মোঃ হেলাল উদ্দিন (৩৫) পিতা মৃত-মোহাম্মদ আলী, মোঃ ইদ্রিস আলী (৪০), পিতা মৃত-আলাল উদ্দিন, উভয় সাং-কাকনীকোনা, সর্ব থানা-তারাকান্দা,জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন (ডিবি) ওসি শাহ্ কামাল আকন্দ।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।