১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
৭, আগস্ট, ২০২২, ৭:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

জহির রায়হান, ময়মনসিংহ :

ময়মনসিংহে ছয় পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাবের-১৪। শনিবার দুপুরে দাপুনিয়া বাজার হতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রুবেল হোসেন ও মোঃ ওমর ফারুক।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। তিনি জানান, ময়মনসিংহের দাপুনিয়া বাজারের খেওয়াজানীতে হেরোইন ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদ পায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুহিলা ৯ নং ওয়ার্ডের মোঃ রুবেল হোসেন ও মোঃ ওমর ফারুক-কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ৬ পুরিয়া হেরোইন, যার ওজন ৩ গ্রাম, বাংলাদেশী নগদ ৫শ’২০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহের বিভিন্ন এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে। এ সকল অবৈধ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদকমুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গতকাল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।