
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি-
১০ নভেম্বর রবিবার ঈদে মিলাদুন্নবী উদযাপন পালিত করা হয়। এ উপলক্ষে ঠাকুরগাঁও রোডস্থ ইসলাম নগর, সামস্ নগর, আক্চা মুন্সিপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যপক ভাবে ঈদে মিলাদুন্নবী পালিত করা হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে গেইট তোরন ও আলোকসজ্জার কাজ। প্রস্তুত করা হয়েছে মিলাদ শরীফের জন্য প্যান্ডেল। বিভিন্ন এলকায় আয়োজন করা হয়ে ইসলামি গজল ও আলোচনার। ঠাকুরগাঁও রোডের ইসলাম নগর এলাকায় বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে হযরত মুহাম্মদ সা: এর জন্ম উৎসব তথা ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এ এলাকায় উৎসব মুখোর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশু, কিশোর, বৃদ্ধাসহ সব মানুষের মুখে আনন্দের ছাপ লক্ষ করা গেছে। সব বয়সীর মানুষ মাইকে সুরেলা কণ্ঠে গজল গাইছে। কেউ কেউ আবার সুরের মুর্ছনায় নবীজীর দয়ার কথা চিন্তা করে আনন্দ অশ্রু ঝড়াচ্ছে। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও সদর সহবিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রামে একই ভাবে আনন্দ উৎসব চলছে।ইসলাম নগর মহল্লার স্থানীয় বাসিন্দা মো: আবু আস্ লাবু বলেন, ছোট বেলা থেকে দেখে আসছি আমাদের এলাকায় ধুমধাম করে নবীজীর জন্ম উৎসব পালন করা হয়। প্রতিবারের ন্যায় এবারেও তাই হচ্ছে।আরেক স্থানীয় বাসিন্দা শফিকুল ইমলাম বলেন, আল্লাহ, রাসুল মুহাম্মদ সা: ইসলাম ধর্ম। তাহার জন্মবার্ষিকী এমন ধুমধাম হওয়ারি কথা।স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বাহার বলেন, যার নুরে জগৎ সৃষ্টি, তাহার জন্ম দিন আমাদের ধুমধাম করে পালন করা দরকার।