তথ্যপ্রতিদিন. কমঃ
মানবতার বার্তাবাহী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত (মৃত্যু) দিবসকে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা পালনের লক্ষে দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১০নভেম্বর প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পুর্বে প্রেসক্লাবের নবনির্মিত ৪র্থ তলায় সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন করেন উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মো: মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ডা: কে.আর ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক অমিত রায় সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ।