১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ত্রাণ সহায়তায় পর্যাপ্ত খাদ্য মজুত আছে – খাদ্যমন্ত্রী
১০, নভেম্বর, ২০১৯, ৮:৩৮ অপরাহ্ণ -

তথ্য প্রতিদিন ডেস্ক – খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বুলবুল দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা আছে।

রোববার (১০ নভেম্বর) সকালে নওগাঁর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দুর্গত এলাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মজুদ রয়েছে পর্যাপ্ত ত্রাণ। চাহিদাপত্র পাওয়া মাত্রই দ্রুত সরবরাহ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে রেখেছে মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত অঞ্চলের খাদ্য বিভাগে কর্মরত সবার ছুটি বাতিল করা হয়েছে।