ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নকল ডলারসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে মগটুলা ইউনিয়নের ধীতপুর দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জানা যায়, তারা আমেরিকান ডলার দেখিয়ে দীর্ঘদিন ধরে এধরনের প্রতারণা করে আসছিল। প্রতারক চক্রের গ্রেপ্তার দুইজন হলেন- উপজেলার মগটুলা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নিহত আব্দুস সোবহান ফকিরের ছেলে সোহেল মিয়া (৩৫) এবং একই ইউনিয়নের পাড়াবাসাটি গ্রামের আতাউর রহমানের ছেলে খালেকুজ্জামান তুহিন (২৫)।
আটককৃত প্রতারক চক্রের কাছ থেকে ৩২১টি আমেরিকান জাল ডলার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত দুই জনকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। পরে মামলা শেষে সোমবার দুপুরে তাদের ময়মনসিংহ আদালতের সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় মামলা শেষে দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল