১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৩০,০০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা
৯, আগস্ট, ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৩০,০০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফয়সাল মিয়া, মোঃ ইমরান হোসেন, মোঃ সাব্বির হোসেন ও মোঃ হযরত আলী।

এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম ডিএমপি নিউজকে জানান, রবিবার (৭ আগস্ট ২০২২) ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য মতিঝিলের দিলকুশা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ০৯:১৫ টায় সঙ্গীয় ফোর্সসহ মতিঝিলের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।