৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, স্বাস্থ্য শীর্ষস্থানীয় কো’ম্পানির ওষুধে ইয়া’বার উপদান অ্যাম’ফিটামিন!
১০, নভেম্বর, ২০১৯, ৮:৪৩ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

বাংলাদেশে যেকোনো ফর’ম্যাটে ভ’য়ঙ্কর মাদ’ক ইয়া’বার উপাদান অ্যা’মফিটামিন নি’ষিদ্ধ। অথচ একাধিক নামিদামি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি বেশ কিছু ওষুধে অ্যামফি’টামিন রয়েছে বলে অভি’যোগ উঠেছে। আইন-শৃঙ্খ’লা রক্ষা’কারী বাহি’নী কোনো কোনো ওষু’ধ কো’ম্পানির নির্দিষ্ট এক বা একাধিক ওষুধে ই’য়াবার উপাদান থাকার প্রমাণ পেয়েছে ল্যা’ব টে’স্টের মাধ্যমে। ঔষধ প্রশাসন অধি’দপ্তরের অনুমোদন নিয়েই এসব ওষু’ধ তৈরি ও বাজারজাত করা হচ্ছে।*

অ’পসোনিন ফার্মা’সিউটিক্যালস্, গ্লো’ব ফার্মাসি’উটিক্যালস্, এস্কা’ইফ ফার্মা’সিউটিক্যালস্, এসি’আই, জেনা’রেল ফার্মাসিউটি’ক্যালসস ও আরো কয়েকটি প্রতিষ্ঠানের তৈরি ব্যথা’নাশক ওষুধ ‘টাপে’ন্টাডল হাইড্রো’ক্লোরাইড’ জেনে’রিকের টা’পেন্টা, লোপে’ন্টা, পেন্টা’ডল, সি’নটা প্রভৃতি ওষুধে মানবদেহের জন্য ক্ষতি’কর অ্যামফি’টামিন রয়েছে বলে অভি’যোগ পাওয়া গেছে। এছাড়াও বাজারে ছাড়া বিভিন্ন কোম্পা’নির ‘মে’থাইফেনিডেট হাই’ড্রোক্লোরাইড’ জেনে’রিকের রিটা’লিন, ক’জনিয়াম, মেথি’পিন ইত্যাদি নামে বিক্রি হওয়া ওষুধেও রয়েছে ইয়া’বার উপাদান অ্যা’মফিটামিন। এক শ্রেণির চিকিৎসক ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার ট’নিক হিসেবে অ্যামফিটা’মিনযুক্ত কিছু ও’ষুধ ব্যবহার করার পরামর্শ দেন বলেও অভি’যোগ রয়েছে।*
*এরই মধ্যে মাদক’সেবীরা ই’য়াবার বি’কল্প হিসেবে এসব ওষু’ধ ব্যবহার শুরু করেছেন বলে জানা গেছে।*

বিশ্বের কিছু দেশে একসময় এসব ওষুধ ব্যবহার করা হলেও এগুলোর মা’রাত্মক ক্ষ’তিকর প্রভা’ব দেখে বন্ধ’ করে দেওয়া হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশে যেকোনো ফর’ম্যাটের অ্যামফি’টামিন নি’ষিদ্ধ রয়েছে। তা সত্ত্বেও কৌশলে এসব ওষুধ কোম্পা’নি এগুলো তৈরি ও বাজারজাত করছে। সরকারের ঔ’ষধ নিয়’ন্ত্রণ ক’মিটির একাধিক বৈঠকেও অ্যাম’ফিটামিনের ক্ষতি’কর দিক বিবেচনা করে এসব ওষুধ প্রস্তুত ও বাজারজাত না করার জন্য চা’প দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত এসব ওষু’ধ ব’ন্ধ বা নিষি’দ্ধ করা কিংবা ওই সব প্রতিষ্ঠানের বি’রুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না।

ঔ’ষধ প্রশাসন অধি’দপ্তরের তালি’কায়ও এসব ক্ষ’তিকর ওষু’ধের নাম রয়েছে, যা নিয়ে উ’দ্বেগ প্রকাশ করেছেন ওষু’ধ বিশেষজ্ঞরা।

shompadak.com