১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ৩০ কেজি গাঁজা ও ট্রাকসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
১০, আগস্ট, ২০২২, ৪:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মাদদ্রব্য গাঁজা ও পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল আলিম ও মোঃ মোতালেব হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত ট্রাক (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৬৫) উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল, পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার (০৮ আগস্ট ২০২২) রাত্র ১১:০৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাঁজাসহ আলিম ও মোতালেবকে গ্রেফতার করা হয়। একইসাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ ট্রাকযোগে চাপাইনবাবগঞ্জ জেলায় যাচ্ছিল।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।