১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা মোজাদ্দেদীয়া তরিকত মিশন লালকুঠি দরবার শরীফের উদ্যোগে জসনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) উদযাপিত।।
১০, নভেম্বর, ২০১৯, ৮:৫৮ অপরাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ প্রতিবছরের ন্যায় এবারও জসনে জুলুছে ইদ- ই – মিলাদুন্নবী (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস উদযাপন উপলক্ষে মোজাদ্দেদীয়া তরিকত মিশন লালকুঠি দরবার শরীফ শম্ভুগঞ্জ, ময়মনসিংহ এর উদ্যোগে লালকুঠি দরবার শরীফের গদিনিশিন পীর আলহাজ্ব হযরত খাজা রেজাউল হক আল মোজাদ্দেদী’র নেতৃত্বে একটি বিশাল র‍্যালী (মোটর শুভযাত্রা) লালকুঠি দরবার শরীফ হতে শুরু করে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার লালকুঠি দরবার শরীফেই এসে সমাপ্ত হয় । উক্ত রেলীতে হাজার হাজার ভক্ত , আশেকান , জাকেরান , মুরিদান ও ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন ।ময়মনসিংহের ধর্মপ্রাণ মুসলমানগণও উক্ত র‍্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।