১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৯৯৯ নম্বরে ফোন কলে জঙ্গলে লুকানো এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার
১১, আগস্ট, ২০২২, ৩:১০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- ১০ আগষ্ট ২০২২ বুধবার সকাল সাড়ে এগারোটায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে একজন কলার কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা বাজার থেকে ফোন করে জানান, সেখানে একটি জঙ্গলে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রেখেছে। ৯৯৯ কলটেকার কনষ্টেবল নুরুন্নবী কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল নুরুন্নবী তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিস্পাচার এস আই জুয়েল হোসেন কলার এবং থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশী অভিযানের আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে একটি জঙ্গল থেকে দুইটি বস্তায় লুকানো অবস্থায় এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা করে। জনৈক মেহেদী হাসান সাগর (২৫) নামে এক ব্যক্তি এই ফেন্সিডিল গুলো লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক ভাবে জানা যায়। এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ত্রিনাথ সাহা ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

 

 

সুত্র, DMP news