১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা তেজগাঁওে ৪,০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি
১১, আগস্ট, ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

 

– রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- নূর মোহাম্মদ ওরফে নূরু।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ডিএমপি নিউজকে বলেন, বুধবার (১০ আগস্ট ২০২২) ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি তেজগাঁও শিল্পাঞ্চল থানার বউ বাজার ব্রাদার্স বিরিয়ানি এন্ড কাবাব ঘরের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিকাল ৫:৩০ টায় ৪ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫১-৬৮০৭।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।