১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার এক
১২, আগস্ট, ২০২২, ১০:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – : চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রেখে পুলিশ পরিচয়ে প্রতারণামূলকভাবে বিক্রির অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ পলাশ সরকার ওরফে নাজমুল।

বৃহস্পতিবার (১১ আগস্ট ২০২২) বিকাল ৫:১৫টায় যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম বলেন, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এল.এস সিএনজি পাম্পের সামনে কতিপয় চোরাই মোটরসাইকেল কারবারি পুলিশ পরিচয়ে প্রতারণামূলকভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পলাশকে ১টি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। তার অপর সহযোগী একটি কালো রংয়ের মোটরসাইকেল ফেলে চলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত সাদা ZONGSHEN মোটরসাইকেলটি সে নিজে ব্যবহার করতো। এছাড়াও বিভিন্ন ধরণের প্রতারণামূলক কাজ করাসহ ‍পুলিশ পরিচয়ে মানুষের মনে বিশ্বাস স্থাপন করে চোরাই মোটরসাইকেল বৈধ বলে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়। প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

চোরাই উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণী নিম্নরূপঃ

০১। পুলিশ লেখা ০১ টি সাদা রংয়ের ZONGSHEN মোটরসাইকেল, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-হ-১৪-৪২১৭, ইঞ্জিন, চেসিস নম্বর LZSPOJLE941200022N

০২। ০১ টি কালো রংয়ের SUZUKI ZIXXER মোটর সাইকেল, যার রেজিঃ নম্বর প্লেটে সাদা কাগজে ঢাকা মেট্রো ল-৫১-৪৭৫০ লেখা এবং মোটর সাইকেলটির সামনে ইংরেজিতে POLICE লেখা, মোটর সাইকেলটির চেসিস নম্বর- RMBL-ED11F-108686, ইঞ্জিন নম্বর- BGA1-769747।