শেরপুর প্রতিনিধি:
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ ও ‘গাছ মানুষের পরম বন্ধু, আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-এ শ্লোগানকে মনে প্রানে ধারন করে শেরপুরের নকলায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক এতিমখানার আঙ্গীনায় বিভিন্ন ফল, কাঠ, ফুল ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়েছে। আজ বিকেলে উপজেলার পাঁচকাহুনিয়া এলাকায় স্থাপিত পাঁচকাহুনিয়া রহমানিয়া এতিমখানার আঙ্গীনায় ‘মানবতার দুয়ার’ নামীয় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি তাসনিমুল হাসান নির্ভিক, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ এইচ এম শেখ ফরিদ; স্বেচ্ছা সেবক মো. সোহেল রানা, মো. শফিকুল ইসলাম সোহেল, জুয়েল ইসলাম জনি, মো. হৃদয় হোসেন সোহাগ, আলিফ সাগর, লিটন মিয়া, জুয়েল মিয়া, পাঁচকাহুনিয়া রহমানিয়া এতিমখানার তত্বাবদায়ক হাফেজ মাওলানা মো. সাদ্দাম হোসেন, বিডিকিন নকলার সদস্য টুটুল মিয়াসহ পাঁচকাহুনিয়া রহমানিয়া এতিমখানার সকল শিক্ষক ও এতিম শিক্ষার্থী, এলাকার গান্যমান্য এবং মানবতার দুয়ার সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।