১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা লালবাগ বিভাগ
১৩, আগস্ট, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টোারঃ- রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ মহিউদ্দিন হাসান বাপ্পী।

বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২২) রাত ৮:১৫ টায় সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করে কোতয়ালী জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে জানান, একজন মাদক কারবারি গাঁজাসহ সবুজবাগ থানার উত্তর বাসাবোর বিলাশ টেইলার্সের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে বাপ্পীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।