১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ সিরিজ বোমা হামলায় জড়িতদের শাস্তির দাবিতে যুবলীগের বিক্ষোভ মিছিল।।
১৭, আগস্ট, ২০২২, ১১:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি:

১৭ আগষ্ট দেশব্যাপী বিএনপি জামাত কর্তৃক সিরিজ বোমা হামলায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট) দুপুরে মিছিলটি পৌরশহরের কালীখলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পুরাতন সোনালী ব্যাংকের সামনে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ সহনাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হক, সাবেক কাউন্সিলর আব্দুর কাদির প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-ইউনিয়ন যুবলীগের সভাপতি / সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।