৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ খেলাধুলা শফিউলের জোড়া আঘাতে দুর্দান্ত শুরু
১০, নভেম্বর, ২০১৯, ১১:৩০ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন.  কমঃ

রোহিত আউট হয়ে গেলেও ধাওয়ানের ব্যাট চওড়া হয়। মোস্তাফিজকে দুই চার মেরে বার্তা দেন ঝোড়ো ইনিংসের। কিন্তু পারেননি। থামিয়ে দিলেন শফিউল। ব্যক্তিগত ১৯ রানে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন মাহমুদউল্লার হাতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৪১ রান। ক্রিজে আছেন স্রেয়শ আইয়ার ও লোকেশ রাহুল।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা যে কতটা ভয়ংকর তা আগের ম্যাচে টের পেয়েছেন শফিউল-মোস্তাফিজরা। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে রোহিতকে দাঁড়াতেই দেননি শফিউল ইসলাম। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারের তৃতীয় বলে রোহিতের স্টাম্প তুলে তাকে সাজঘরে পাঠান। গত ম্যাচে ৮৫ রান করলেও এই ম্যাচে মাত্র দুই রান করেন।

ফিল্ডিংয়ে বাংলাদেশ: ভারতের সঙ্গে দেখা হলেই যেন ভাগ্যদেবি মুখ ফিরিয়ে নেন লাল সবুজের প্রতিনিধিদের কাছ থেকে। তা না হলে জয়ের খুব কাছে গিয়েও হারের দুঃখ নিয়ে ফিরতে হতো না।

নিদাহাস ট্রফি আর এশিয়া কাপের ফাইনালের পর ভারতের বিপক্ষে তৃতীয়বারের মতো ট্রফি জয়ের জন্য লড়াই করবে টাইগাররা। ট্রফির লড়াইয়ে খেলতে নেমে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।

আজ রোববার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। আগের দুই ম্যাচের একাদশে থাকা মোসাদ্দেক বাদ পড়েছেন। প্রথমবার মতো এই সিরিজে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন।

এদিকে ভারতও নেমেছে এক পরিবর্তন নিয়ে। একাদশে জায়গা হারিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। তার পরিবর্তে একাদশে এসেছেন মানিশ পান্ডে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশাভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দাবে, মানিশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।