১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৫ জন গ্রেফতার
২০, আগস্ট, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৭৫৩ পিস ইয়াবা, ৬৬ গ্রাম ২০৭ পুরিয়া হেরোইন, ৯৮ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ২৯৫ টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ লিটার দেশি মদ ও ৮৪ লিটার ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৯ আগস্ট ২০২২) সকাল ছয়টা থেকে শনিবার (২০ আগস্ট ২০২২) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা রুজু হয়েছে।

 

 

 

 

 

সুত্র, ডিএমপি নিউজ