স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু কন্যা কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে হত্যার উদ্দেশ্যে নিক্ষিপ্ত গ্রেনেডে আইভি রহমানসহ ২৪ জন শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহ মহানগর কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় কালিবাড়ী রোডস্থ ময়মনসিংহ মহানগর কৃষকলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ.বি ছিদ্দিক ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম রায়হান।
ময়মনসিংহ মহানগর কৃষকলীগ আয়োজিত গ্রেনেড হামলা দিবসের কর্মসূচীতে মহানগর কৃষকলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ ৩৩ টি ওয়ার্ডের সভাপতি -সাধারণ সম্পাদক সহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম রায়হান তার বক্তৃতায় বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা মোতাবেক ২০০৪ সালে কৃষকরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য পাকিস্তানী আর্জেস গ্রেনেড দিয়ে নৃসংয় হামলা চালায়। পরম করুনাময় আল্লাহতালার অশেষ রহমতে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মানববর্মের বদৌলতে বেঁচে গেলেও নারী নেত্রী আইভী রহমান সহ ২৪ জন নেতা-কর্মী সেদিন শহীদ হন।আমি ময়মনসিংহ মহানগর কৃষকলীগের পক্ষ থেকে উক্ত ঘটনার কুশীলব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাকে সহ সমস্ত আসামীদের শাস্তি দ্রুত কার্যকর করার জোর দাবী জানাচ্ছি এবং দেশকে জঙ্গীবাদমুক্ত রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে মহানগর কৃষকলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি।
ময়মনসিংহ মহানগর কৃষকলীগের সভাপতি এ. বি ছিদ্দিক ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার শিকার হয়ে শহীদ ২৪ জন নেতা-কর্মীর বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় কুলাঙ্গার তারেক রহমানের প্রত্যক্ষ মদদে হাওয়া ভবনে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই এই জগণ্যতম গেনেড হামলা করেছিল। উক্ত ঘটনার সাথে জড়িত দোষীদের এবং কুশীলব তারেক রহমান সহ সকলের দ্রুত শাস্তি কার্যকর করার দাবী জানাচ্ছি।
আমরা শোকাবহ আগস্ট মাসে শোককে শক্তিতে পরিণত করে কৃষকরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবো এবং মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গীবাদমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাল্লাহ।
ময়মনসিংহ মহানগর কৃষকলীগ আয়োজিত গ্রেনেড হামলা দিবসে অনুষ্ঠানের শেষান্তে গ্রেনেড হামলায় নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।