চীফ রিপোর্টারঃ
– বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকা এর সম্মেলন কক্ষে ২০২২ – ২০২৩ অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত সম্মানিত করদাতাদের সহিত “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
আজ ২২ আগস্ট সোমবার উল্লিখিত মতবিনিময় সভায় ষোলটি ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতিণিধিদের সাথে রাজস্ব আহরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, যেমন- অগ্রিম কর, বকেয়া আদায়, ই-টিডিএস, এডিআর ও নতুন আয়কর আইনের পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে কার্যকরী আলোচনা হয়।
উক্ত মতবিনিময় সভায় এ ইউনিটের সম্মানিত কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ , কর অঞ্চল -০১, ঢাকার কর কমিশনার মোঃ ইকবাল হোসেন ও অতিরিক্ত কর কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম এ ইউনিটের অতিরিক্ত কর কমিশনার শারমিন ফেরদৌসী ও মোঃ আব্দুস সবুর খান অডিট উইং এর উপ কর কমিশনার মিজ্ তানিয়া সুলতানা, মোঃ শামসুজ্জামান, দেওয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং উপ কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) মোহাম্মদ আরিফুল আলম উপস্থিত ছিলেন।