নাজমুল ইসলামঃ
কলমের ডগা দামেস্কের ছুরির মত ধারালো
শব্দরা আজ বড্ড মাতাল সত্য বলতে দ্বিধা নেই
কবির কলমে হবে আজ কবিতার বিস্ফোরণ
বিদ্রোহী এ প্রাণে লেগেছে রক্তে আগুন
বুকের ভিতর জমানো রক্তরাগ করেছে উঁচু শির
বিদ্রোহের ছাঁই চাপা অনলে পুড়ছে বুকের পাঁজর
যদি সত্য বলার অপরাধে কেড়ে নেওয়া হয় বাক শক্তি
দাবী আদায়ের আন্দোলনে ছুঁড়ে দাও বুলেট বৃষ্টি
আমার তর্জনী আঙ্গুল কেটে দিতে চাও তবে তাই করো
তবুও অশান্ত ঢেউয়ের মত ডর ভয়হীন গর্জে উঠবো
আলোর মশাল হাতে সঙ্গীহীন ছুটবো আঁধার গিলে খেতে
ছুটবো ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা দুনীতি দমনে
যদি হাত থেকে কেড়ে নিতে চাও চির বিদ্রোহী কলম
ধারালো অস্ত্রে কেটে দিতে চাও আমার আঙ্গুল
মানবতার অপরাধে নিয়ে দাঁড় করাও কনডেম সেলে
সহস্র যন্ত্রণা প্লেটে সাজিয়ে এনে দাও আমার সামনে
ক্ষুধার্ত শিশুটির মত হাস্যোজ্জল মুখে করবো দুঃখ ভোজন
তবুও বারবার কন্ঠে তুলবো প্রতিবাদের বজ্র ধ্বনি
যদি অনবরত ইলেকট্রনিক শকট হয় আমার জন্য বরাদ্দ
বরফের চাঙ্গে শুইয়ে করা হয় দিন-রাত অমানবিক টর্চার
নখের নীচে দাও সুইচ অথবা একটা একটা করে উপরে ফেলো
লাখো জনতার সম্মুখে দেহ থেকে ছাড়িয়ে নাও পোশাকের ছাল
তবুও এক চুল পিছু হটবো না সত্য ন্যায়ের পথ থেকে
যদি আমাকে হত্যার প্রস্তুতি নাও গোপন নক্সা আঁকো
গলার তিলের মত খুব গোপনে রাজ প্রসাদে বসে
যদি আমাকে পুঁতে দাও শস্য দানার মত উঁকি দিবো
গজিয়ে উঠবো বাংলার পলিমাটির পরতে পরতে
সবুজ মাঠের প্রান্তরে কৃষকের মুখে হাসি হয়ে
ফিরে আসবো অতিথি পাখির বেশে কোনোএক ভোরে
পুনরায় সীমাহীন সাহস সঞ্চয় করে ফিরে আসবো
বিদ্রোহের তীব্র নেশায় বিস্ফোরিত হবো পুঁতে রাখা বোমার মত
প্রিয় মানচিত্র ঠুকরে খাওয়া শকুনের দলের বিরুদ্ধে
অত্যাচারী শাসকদের অসাংবিধানিক হত্যা যজ্ঞের মুখোমুখি
সুবিধা বঞ্চিত জনতার অধিকার নিশ্চিত করণে
আমি আবার জ্বলে উঠবো বিদ্রোহের তীব্র আগুনে