১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ২০,০০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা
২৩, আগস্ট, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

 

– রাজধানীর উত্তরা এলাকা থেকে ২০,০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রফিক, মোঃ ইউসুফ আলী ও মোঃ হেলাল।

এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম ডিএমপি নিউজকে জানান, সোমবার (২২ আগস্ট ২০২২) ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে কতিপয় ব্যক্তি ইয়াবাসহ উত্তরার ১০ নং সেক্টরে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ০৯:৩০ টায় সঙ্গীয় ফোর্সসহ উত্তরার ১০ নং সেক্টরের স্লুইচ গেইট জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং-চট্টোঃ মেট্রো-গ-১২-০৭২২) উদ্ধারমূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে এ বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য ঢাকা এনেছিলো ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।