৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৩২
১১, নভেম্বর, ২০১৯, ১২:৫০ অপরাহ্ণ -

সেলিম মিয়াঃ

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৬৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ গ্রাম হেরোইন, ৫৫০ গ্রাম গাঁজা, ১১০৫ বোতল ফেন্সিডিল ও ১০৩৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

১০ নভেম্বর, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।

ডিএমপি নিউজ

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!