চীফ রিপোর্টারঃ
– আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ,ময়মনসিংহ
আমিনুল এহসান গতকাল জামালপুর জেলা সফর করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এর দপ্তর ,জামালপুরে ফলবান বৃক্ষ রোপণ সহ
সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি) দের সাথে মতবিনিময়, সংগ্রহের অগ্রগতি, সংগ্রহের প্রতিবন্ধকতা দূর করে দ্রুততর সময়ের মধ্যে চুক্তিকৃত চাউল ক্রয় সম্পন করা, ধান ক্রয়ে জোরালো পদক্ষেপ এবং নির্ধারিত সময়ের মধ্যে খাদ্যবান্ধব ভোক্তাদের যাচাই বাচাই সুসম্পন্ন করে ডাটাবেইজ তৈরীতে সকল উখানি দপ্তরকে আরও আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।