১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীর উওরা থেকে ৩৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি
২৭, আগস্ট, ২০২২, ২:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক হোসেন ওরফে ফারুক মোল্লা ও মোঃ বারিকুল ইসলাম ওরফ বিবেক।

বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) বিকাল ৪:২০ টায় উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, দুইজন মাদক কারবারি উত্তরা পূর্ব আব্দুল্লাহপুর এলাকার খন্দকার ফিলিং স্টেশনের সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ ফারুক ও বারিকুলকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা বি-বাড়ীয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।