১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক হত্যাকা-ের ঘটনায় জাপানের পুলিশ প্রধানের পদত্যাগ।।
২৭, আগস্ট, ২০২২, ১০:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

আন্তর্জাতিক তথ্য প্রতিদিন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকা-ের ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পুলিশ প্রধান ইতারু নাকামুরা। আবের নিরাপত্তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিবিসি জানিয়েছে, চলতি বছরের ৮ আগস্ট একজন বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান শিনজো আবে। ওই ঘটনার দায় নিজেই নিতে চান পুলিশ প্রধান নাকামুরা। তদন্তে উঠে এসেছে, হামলার দিন শিনজো আবের নিরাপত্তায় ঘাটতি ছিল। ফলে ৪১ বছর বয়সী হামলাকারী সহজেই আবের কাছাকাছি পৌঁছে গুলি চালাতে পেরেছে। ৬৭ বছর বয়সী আবের দেহে দুটি গুলি লাগে। তার হৃৎপি- গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান চিকিৎসকরা। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রধান গত বৃহস্পতিবার বলেছেন, শিনজো আবে হত্যার দায় নিতেই পদত্যাগ করবেন। এটি হবে সংস্থার জন্য ‘নতুন সূচনা’। নিরাপত্তার দায়িত্ব নতুন করে শুরু করা প্রয়োজন। সূত্র : ইকোনমিক টাইমস।