১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় দাবানল: দুই রাজ্যে জরুরি অবস্থা জারি, নিহত
১১, নভেম্বর, ২০১৯, ১:০৬ অপরাহ্ণ -

আন্তর্জাতিক ডেস্ক:

ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে জনবহুল এলাকাগুলোতে বিপর্যয়ের আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে দাবানলে কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডের বাসিন্দা। এছাড়া দাবানলের কারণে গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে অনেক ঘরবাড়ি। এমনকি কিছু গাড়িও ধ্বংস হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় গত তিনদিন ধরে সেখানকার পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে।

তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন, আগামী মঙ্গলবার সিডনির আশপাশের এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে দাবানল থেকে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউ সাউথ ওয়েলসে ৯ লাখ ৭০ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে প্রায় ১৫০টি বাড়ি-ঘর আগুনে পুড়ে গেছে। অপরদিকে, কুইন্সল্যান্ডে প্রায় ৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যে যেখানেই থাকুক সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি