১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক বিশ্বে করোনায় আরও ১৮০১ জনের মৃত্যু।।
২৭, আগস্ট, ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

আন্তর্জাতিক তথ্য প্রতিদিন: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৩০ জন। এ ছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ১১৯ জন। গতকাল শনিবার সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন করোনা শনাক্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৩১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ব্রাজিলে ১৩৬ জন, জার্মানিতে ১০১, ইতালিতে ৯৯ জন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ৮১, স্পেনে ৭০, মেক্সিকোতে ৬৪, অস্ট্রেলিয়ায় ৫৫ জন, ফ্রান্সে ৫১ জন এবং ইরানে ৩৫ জন মারা গেছেন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।