পূর্বধলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত হয়, এ উপলক্ষে আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১১.১৫ মিনিটে একটি জসনে জৌলস আনন্দ মিছিল বাহির হয়, নয়াপাড়া খন্দকার বাড়ির সামনে থেকে। উক্ত মিছিলটি আয়োজন করেন পূর্বধলা জাকের বৃন্দের, নারায়ে তাকবির, আল্লাহু আকবার,নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ, নূর নবীজীর আগমন, শুভেচ্ছা স্বাগতম,দয়াল নবীর দূষমনেরা হুসিয়ার, সাবধান, মিলাদ শরীফ,কিয়াম শরীফ ঘরে ঘরে চালু কর,কায়েম হওক, কায়েম হওক, স্লোগানে মুখরিত হয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পূর্বধলা তরিকত ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মাও. বজলুল করীম (তারা মিয়া)’র সভাপতিত্বে মহানবী (সাঃ) এর শুভাগমন ও ওফাত বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন, এশিয়ান টিভির ধর্মীয় আলোচক মিজানুর রহমান ইবনে সালাম ভূগী, মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সহ সভাপতি মোফাজ্জল হুছাইন মরমী আল-কাদেরী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পূর্বধলা তরিকত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাদী মাছুম।
উল্লেখ্য, আরবের মরু প্রান্তরে ১ হাজার ৪৪৯ বছর আগের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। আরব সমাজ যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে ছিল, তখন মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে সারা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন মহানবী। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি। মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করেন। ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন।